1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১২ই রমজান, ১৪৪৬ হিজরি

তেজগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে প্রাণ গেল পথচারীর

  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
এবার রাজধানীর তেজগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে মাথায় ইট পড়ে আক্তার হোসেন (৫২) নামে এক পথচারী নিহত হয়েছে।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা আবির হোসেন জানান, তেজগাঁওয়ের মধ্য কুনিপাড়া এলাকায় আক্তার হোসেনের স্থানীয় বাড়ি। সন্ধ্যায় ঝড়বৃষ্টির মধ্যে কুনিপাড়া দিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ নির্মাণাধীন পাঁচতলার একটি ভবন থেকে তার মাথায় ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD