নিহতের ভাতিজা আবির হোসেন জানান, তেজগাঁওয়ের মধ্য কুনিপাড়া এলাকায় আক্তার হোসেনের স্থানীয় বাড়ি। সন্ধ্যায় ঝড়বৃষ্টির মধ্যে কুনিপাড়া দিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ নির্মাণাধীন পাঁচতলার একটি ভবন থেকে তার মাথায় ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।