গতকাল শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে জাতীয়তাবাদী ফোরামের ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, এখন যদি মনে করেন আমরা যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, গণতন্ত্রের পক্ষে কথা বলেছি, স্বাধীনতার পক্ষে কথা বলেছি, সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে কথা বলেছি, আয়নাঘরের বিরুদ্ধে কথা বলেছি, জেল জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, একদলীয় শাসনের বিরুদ্ধে কথা বলেছি, হাজার হাজার কোটি টাকা যারা লুট করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছি, কানাডায় বেগম পাড়া বানানোর বিরুদ্ধে কথা বলেছি, আমাদের বিরুদ্ধে যারা সমালোচনা করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও তো এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, স্বৈরাচার এরশাদের সাথে বন্ধুত্ব করেছিলেন হাসিনার সাথে বন্ধুত্ব করেছিলেন। আপনারা এই আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়ার জন্য সমর্থন দিয়েছেন বিনিময়ে তারা আপনাদের অনেক নেতাকে ফাঁসি দিয়েছে।
তিনি বলেন, দেশ বাঁচাতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। দেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা তালবাহানা বুঝি না। আগে দরকার সংসদ নির্বাচন। তালবাহানা করে নানারকম কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মানবে না।