মেসিদের বিশ্বজয়ের রেশ কাটতে না কাটতেই জানুয়ারিতে মাঠে নামবে ব্রাজিল -আর্জেন্টিনা। তবে, জাতীয় দলের না ম্যাচটি হবে ব্রাজিল -আজেন্টিনার অনূর্ধ্ব ২০ দলের মধ্যে।
লাতিন আমেরিকার ‘অনূর্ধ্ব – ২০ চ্যাম্পিয়নশিপে’ দেখা যাবে দু’দলকে। অনুর্ধ্ব ২০ এর চ্যাম্পিয়নশিপ আসর বসবে কলম্বিয়ায়। আগামী ১৯ জানুয়ারি শুরু হবে টূর্নামেন্ট। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে ২৩ জানুয়ারি।
১০ দলের এই টূর্নামেন্টে ‘এ’ গ্রুপে ৫ দল এবং ‘বি ‘ গ্রুপে ৫ দল বিভক্ত হয়ে অংশ নিবে।
গ্রুপ ‘এ’ কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও পেরু
গ্রুপ ‘ বি’ ইকুয়েডর, উরুগুয়ে, ভেনেজুয়েলা, চিলি, বলিভিয়া।
আগামী ২৩ ফেব্রেুয়ারী ‘অনুর্ধ্ব -২০ চ্যাম্পিয়নশিপের ‘ ফাইনালে খেলা অনুষ্ঠিত হবে।