1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১২ই রমজান, ১৪৪৬ হিজরি

নারী নির্যাতন প্রতিরোধে ‘হটলাইন’ চালু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
এবার দেশে নারী নির্যাতন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে তিনটি হটলাইন নম্বর চালু করেছে পুলিশ।  সোমবার এক বিজ্ঞপ্তিতে হটলাইন চালুর কথা জানিয়েছে পুলিশ সদর দপ্তর। নম্বরগুলো হল- ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্তা, যৌন হয়রানির বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ সদর দফতরে হটলাইন সেবা চালু করা হয়েছে। দেশের যেকোনো স্থানে এ ধরনের ঘটনা ঘটলে হটলাইন নম্বরে অভিযোগ দেয়া যাবে।

হটলাইন নম্বরগুলো হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা নম্বরগুলো চালু থাকবে।

এছাড়া সাইবার অপরাধের শিকার নারীদের আইনি সেবা ও সুরক্ষা দিতে ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন’ ফেসবুক পেজ আগের মতোই চালু রয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এরমধ্যে গত বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে এসে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়। ধর্ষকের বিচার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সোচ্চার সবাই। এ অবস্থায় নারী নির্যাতন প্রতিরোধে হটলাইন চালু করল পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD