1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাদরাসা ছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

  • প্রকাশিতঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫

 

এবার নাটোরের বড়াইগ্রামে ৫ম শ্রেণির মাদরাসা ছাত্রকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষক আব্দুর রহিম ওরফে কালুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আজ বুধবার বেলা ১১টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতে এ রায় ঘোষণা করেন।

এদিকে দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম কালু বড়াইগ্রাম উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। নাটোর জজ কোর্টের সরকারী কৌসুঁলি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, বড়াইগ্রাম উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে ২০২১ সালের ১৮ মে এ ঘটনা ঘটে।

মাদরাসার ইবতেদায়ী ৫ম শ্রেণির ছাত্রকে সন্ধ্যায় তার বাড়ি থেকে ডেকে নিয়ে মাদরাসায় যায় ওই শিক্ষক। মাদরাসার একটি কক্ষে নিয়ে ওই ছাত্রকে জোরপূর্বক ধর্ষণ করে সে।
পরে ঘটনাটি কাউকে না জানানোর ভয় দেখিয়ে মোটরসাইকেলে করে ওই শিশুকে বাড়িতে রেখে পালিয়ে যায় শিক্ষক আব্দুর রহিম কালু। বাড়িতে আসার পর অসুস্থ্ হয়ে পড়লে ঘটনাটি তার বাবাকে জানায় ওই শিশু।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলার পর শিক্ষক আব্দুর রহিম কালুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। দীর্ঘদিন মামলার সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক শিক্ষক আব্দুর রহিমের উপস্থিতিতে এই আদেশ দেন। আদেশে  জরিমানার অর্থ শিশু পাবে বলে উল্লেখ করা হয়। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওই শিশুর পরিবারের সদস্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD