1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

বিদেশ ভ্রমনের অনুমতি মিলল জ্যাকুলিনের

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও কনম্যান সুখেশ চন্দ্রশেখরের মধ্যেকার ২০০ কোটি টাকার মামলার শুনানি চলমান রয়েছে।

দিল্লির পাতিয়ালা হাউজকোর্টে মামলার  ১৬৪ ধারায় জবানবন্দি দেন  বলিউডের এই নায়িকা ।

 

মামলার বাদী কনম্যান সুুখেশ চন্দ্রশেখর ২০০ কোটি টাকার মামলা ঠুকে দেন জ্যাকুলিনকে, যদিও এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি চলমান মামলার।

মামলার শুনানির মধ্যে বিদেশ ভ্রমনের জন্য আদালতের অনুমতি চায় এই অভিনেত্রী  এবং আদালতে বিদেশ ভ্রমনের অনুমতি পায় জ্যাকুলিন। বাহরাইন ভ্রমনের মধ্যে দিয়ে মামালা পরবর্তী বিদেশ ভ্রমনে যাবেন জ্যাকুলিন।

সংবাদ সংস্থা এ এন আইয়ে জ্যাকুলিনের বিদেশে ভ্রমনের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

 

এদিকে নোরা ফাতেহী করা মানহানির মামলায় আগামী ২১ জানুয়ারি আদালতে শুনানি হবে জ্যাকুলিনের।

নোরা বলেন,  জ্যাকুলিন ফার্নান্দেজ আমার ক্যারিয়ারে অনেক ক্ষতি করেছে এবং আমার অভিনয়কে বাঁধাগ্রস্থ করেছে,  তাছাড়া জ্যাকুলিন আর আমি একই ধাঁচের পারফর্মন্স করি সে আমার সম্মানহানি করেছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD