আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ারলীগ আইপিএল এর নিলাম। ইন্ডিয়ান প্রিমিয়ারলীগ আইপিএল এর এবারের মৌসুমে অংশ নেব ১০ টি দল।
এবারের আইপিএল নিলামে চার বাংলাদেশি ক্রিকেটারকে নাম থাকছে তারা হলেন সাকিব, লিটন, তাসকিন ও আফিফ।
বাংলাদেশ সময় ৩ টায় ভারতের কাচিতে নিলাম অনুষ্ঠান শুরু হবে।
এবারের আপিএলে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ইন্ডিয়ান রুপি এবং তাসকিন, লিটন এবং আফিফের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি ধরা হয়েছে।
কার্টারমাস্টার মোস্তাফিজুর রহমান চুক্তিবদ্ধ থাকায় খেলবেন রাজস্থান রয়েলসের হয়ে।