1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,
৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিয়ের জন্য চাপ দেওয়ায় নারী সহকর্মীকে গলা টিপে হত্যা

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সোমবার চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার ফ্লাইওভারের নিচ থেকে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। তাঁর নাম নয়ন বড়ুয়া (২৯)। পিবিআই বলছে, নিহত জোৎস্না বেগম (২৭) নামের ওই তরুণী ও গ্রেপ্তার নয়ন একই পোশাক কারখানায় চাকরি করতেন। সেখানে পরচিয়সূত্রে তাঁদের বন্ধুত্ব হয়। নয়ন বিবাহিত। বন্ধুত্বের একপর্যায়ে নয়ন ও জোৎস্না বাসাভাড়া নিয়ে থাকতে শুরু করেন। একপর্যায়ে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে তাঁকে গলা টিপে হত্যা করেন নয়ন।

সোমবার দুপুরে নগরের পাহাড়তলী বার কোয়ার্টারসংলগ্ন পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশের তদন্ত সংস্থা এসব তথ্য জানিয়েছে। গ্রেপ্তার নয়ন বড়ুয়া রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা এলাকার জয় কুমার বাড়ির মিলন বড়ুয়ার ছেলে। তিনি শিল্প গ্রুপ কেডিএস গার্মেন্টেসের একজন সুপারভাইজার। হত্যার শিকার জোৎস্না বেগম একই পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার নলুয়ারচর গ্রামে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD