সোমবার চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকার ফ্লাইওভারের নিচ থেকে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই)। তাঁর নাম নয়ন বড়ুয়া (২৯)। পিবিআই বলছে, নিহত জোৎস্না বেগম (২৭) নামের ওই তরুণী ও গ্রেপ্তার নয়ন একই পোশাক কারখানায় চাকরি করতেন। সেখানে পরচিয়সূত্রে তাঁদের বন্ধুত্ব হয়। নয়ন বিবাহিত। বন্ধুত্বের একপর্যায়ে নয়ন ও জোৎস্না বাসাভাড়া নিয়ে থাকতে শুরু করেন। একপর্যায়ে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে তাঁকে গলা টিপে হত্যা করেন নয়ন।