1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

গাজার শিশুদের ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার পরামর্শ ইসরাইলি রাষ্ট্রদূতের

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

মঙ্গলবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

ইসরাইলি রাষ্ট্রদূত বেসামরিক হতাহতের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উড়িয়ে দিয়েছেন বলে মনে হচ্ছে। তিনি বলেছেন, ‘আপনি বিশ্বাস করছেন যে ইসরাইল ইচ্ছাকৃতভাবে শিশুদের লক্ষ্যবস্তু করছে, যা সঠিক নয়। ’

জাতিসংঘের শিশু-বিষয়ক তহবিল (ইউনিসেফ)- এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরাইলি দখলদার বাহিনী গাজায় সাড়ে ১৪ হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে। তবে বর্তমানে ইসরাইলের হাতে নিহত শিশুর সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬১৩ জনে দাঁড়িয়েছে।

মিডল ইস্ট আই রেকর্ডিংটি ফাঁসকারী অজ্ঞাতনামা কর্মীকে উদ্ধৃত করে বলেছে, ‘রোয়েট যখন এই বক্তব্য দিয়েছিলেন তখন তার কণ্ঠস্বরের শান্ততা দেখে আমি বিরক্ত বোধ করেছি। তিনি যখন শিশুদের মৃত্যুদণ্ডের পরামর্শ দিয়েছিলেন তখন কেউ হস্তক্ষেপ করেনি। এটি আমাকে ভাবতে বাধ্য করে যে যখন কিছু পরিবর্তন করার ক্ষমতা সম্পন্ন লোকেরা সমাধান হিসাবে যুদ্ধাপরাধের পরামর্শ দেন, তখন বিষয়টি কতটা কলুষিত। ’

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD