যদিও বাড়ির উঠানে বাবার মরদেহ রেখে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে সালিসে ব্যস্ত সন্তানেরা। সালিস বৈঠক শেষে ১৬ ঘণ্টা পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, মেম্বার ও এলাকাবাসীর হস্তক্ষেপে মরদেহের দাফন করা হয়।
বুধবার (২৬ মার্চ) ভোর ৬টার দিকে হাবিবুর রহমান বিশ্বাস (৭২) নামের ওই বৃদ্ধের মৃত্যু হয়। এরপর দীর্ঘ ১৬ ঘণ্টা বাড়ির উঠানে পড়ে ছিল তার মরদেহ। রাত ১০টার দিকে তাকে দাফন করা হয়। সন্তানদের এমন কীর্তিতে হতবাক হয়েছেন গ্রামবাসী।
ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের পূর্বপাড়া এলাকায়। হাবিবুর রহমান বিশ্বাস পেশায় কৃষক ছিলেন। তার চার স্ত্রী ও নয় সন্তান রয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘‘মৃত্যুর ১৬ ঘণ্টা পর বাবার মরদেহ দাফন করতে হয়েছে। আল্লাহ ওদের বিচার করবেন।’’
সালিসে উপস্থিত ইউপি সদস্য কামরুজ্জামান মজুমদার বলেন, ‘‘জমি সংক্রান্ত বিরোধ সালিসের মাধ্যমে মীমাংসা করা হয়েছে। রাত ১০টার পর মরদেহের দাফন করা হয়েছে।’’