1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি
শিরোনামঃ
যে অবস্থায় থাকেন না কেন, নামাজ পড়ুন: মিশা যে অবস্থায় থাকেন না কেন, নামাজ পড়ুন: মিশা নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত :সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারকে আরও ২ মাস ‘দেখবে’ বিএনপি আগামী মাসে রিজার্ভ ২৭-৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে: উপদেষ্টা সজীব ভূঁইয়া গাজার ধ্বংসস্তূপে খাবারের খোঁজে এক বাবার আকুতি, ‘আমাদের শিশুরা ধীরে ধীরে মারা যাচ্ছে’ তাপসের টাকা খেয়ে ইসিতে বিক্ষোভ করছে একটি দল: ইশরাক রায়ের আগের রাত যমুনার সামনেই কাটাবেন ইশরাকসহ সমর্থকরা অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা মোস্তাফিজদের বাঁচা-মরার ম্যাচ মাঠে গড়ানো নিয়ে দুশ্চিন্তা

ভূমিকম্পের পর মিয়ানমার ও থাইল্যান্ডে জরুরি অবস্থা জারি

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় দেশটির রাজধানী নেপিদোসহ বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ও ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। ভূকম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও। দেশটিতে বহুতল ভবন ধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মিয়ানমারের ছয়টি অঞ্চল এবং থাইল্যান্ডের রাজধানীতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বলা হয়, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে মিয়ানমারে প্রথম ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭। আর ১টা ২ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৪।

এএফপি বলেছে, মিয়ানমারের এক সরকারি এক বিবৃতিতে ভূমিকম্পের পর ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া ভয়াবহ এই ভূমিকম্পের পর আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে মিয়ানমারের জান্তা।

অন্যদিকে শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। থাই প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা জানিয়েছেন, মিয়ানমারকে কেন্দ্র করে একটি বড় ভূমিকম্পে ব্যাংকক শহরে আঘাত হানার পর শুক্রবার থাই কর্তৃপক্ষ ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

৭.৭ মাত্রার এই ভূমিকম্পের পর ব্যাংকক জুড়ে বহু ভবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যার মধ্যে শহরের উত্তরে ধসে পড়া ৩০ তলা নির্মাণাধীন আকাশচুম্বী ভবনও রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিভিন্ন ভবন থেকে লোকজন বের হয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছে। একটি ভবনের ছাদের সুইমিং পুল থেকে পানি বাইরে নিচের দিকে ছিটকে পড়তে দেখা গেছে।

ব্যাংকক থেকে বিবিসির সাংবাদিকরা জানিয়েছেন, ভূমিকম্পের কারণে ভবনগুলো দুলতে শুরু করে। কয়েকটি ভবনের জানালাও ভেঙে পড়তে দেখা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD