মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইংনিসে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান।
আগামীকাল সকালে তৃতীয় দিনের ব্যাটিং এ নামবে বাংলাদে।।
ব্যাটিং আছে দুই অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং জাকির হোসেন।
বাংলাদেশ দ্বিতীয় দিনের দ্বিতীয় ইংনিসে মাত্র ৬ ওভার ব্যাটিং করে ৭ রান সংগ্রহ করেন।
স্কোরবোর্ডের ৭ রান নিয়ে আগামীকাল ব্যাটিং নামবে বাংলাদেশ।
বাংলাদেশ প্রথম ইংনিসের ২২৭ রানের জবাবে ভারত করে ৩১৪ রান অর্থাৎ ভারত পায় ৮৭ রানে লিড।
ভারতের ঋসভ পন্ত করেন ৯৩ রান এবং শ্রেয়াস করেন ৮৭ রান।
সকালে প্রথম ইংনিসে ব্যাট করতে নেমে ৩৯ রানে দুই ওপেনিং ব্যাটসম্যানকে হারায় ভারত, বিরাট কোহেলিকে তাসকিন আউট করার পর ভারতের স্কোর দাঁড়ায় ১০০ রান ৪ উইকেট হারিয়ে তখন শুরু হয় ভারতের ব্যাটিং ভরাডুবি,
ভারতকে ব্যাটিং ভরাডুবি থেকে দলকে টেনে তুলেন পন্ত ও শ্রেয়াস। শেষ পর্যন্ত ৩১৪ রান সংগ্রহ করে ভারত।
বাংলাদেশ বোলার তাইজুল ও সাকিবের বোলিং ঘূর্ণিতে পথ হারায় ভারত।
শেষ পযন্ত ভারত ৩১৪ রানে আটকে গেলে ৮৭ রানের লিড পায় ভারত।