ইন্ডিয়ান প্রিমিয়ারলীগ আইপিএল এর নিলাম শুক্রবার ২৩ ডিসেম্বর বেলা ৩ টায় কেরালার কোচিতে অনুষ্ঠিত হয়।
আইপিএল এর মিনি নিলামে লিটন সাকিবকে দলে নিয়েছে কোলকাতা নাইট রাইডার্স । সাকিব আল হাসানকে দেড় কোটি রুপি এবং লিটন দাসকে ৫০ লাখ রুপিতে দলে নেয় কেকেআর।
নিলামের প্রথম পর্বে অবিক্রিত থাকেন বাংলাদেশ দলের পোস্টার বয় সাকিব আল হাসান কিন্তু দ্বিতীয় দফায় কেকেআরের দলে ডাক পান সাকিব। এছাড়াও, প্রথম পর্বে অবিক্রিত থাকেন দেশ সেরা ওপেনার লিটন দাস দ্বিতীয় দফায় কেকেআর দলে ডাক পান লিটনও।
আইপিএল এর মিনি নিলামে অবিক্রিত থাকেন তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।
সাকিব আল হাসান এর আইপিএল খেলার অভিজ্ঞতা থাকলেও প্রথমবার আইপিএল খেলতে যাচ্ছেন লিটন দাস।
সাকিব লিটন আইপিএল এ ডাক পেলেও আইপিএল এর সবগুলো ম্যাচ খেলতে পারবেন না কারন, মে মাসে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরে করবে।
মে মাসে আয়ারল্যান্ড সফরে ব্যস্ত থাকবেন সাকিব লিটনরা। আপিএল এর কিছু সংখ্যক ম্যাচ খেলবেন কেকেআরের দলে ডাক পাওয়া দুই বাংলাদেশি।