যদিও গুজরাট টাইটান্সের বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন কাগিসো রাবাদা। সাউথ আফ্রিকান পেসার ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে গেছেন ১০ দিনের মাথায়। তাতে কপাল খুলতে পারে তিন ক্রিকেটারের মধ্যে একজনের। দলটির ভাবনায় আছে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানও।
ভারতীয় গণমাধ্যমে খবর, চলতি মৌসুমে রাবাদা যদি আর না ফেরেন, একজন বিদেশী খেলোয়াড় দলে টানতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। তালিকায় সবার উপরে আছেন আয়ারল্যান্ড পেসার জস লিটল। ২০২৩-২৪ মৌসুমে গুজরাটের অংশ ছিলেন তিনি। আগের মৌসুমে কেবল এক ম্যাচে সুযোগ পেয়েছিলেন এবং ৪ উইকেট শিকার করেছিলেন। এক ম্যাচে দারুণ পারফরম্যান্স করে জাতীয় দল জার্সিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে আইপিএল ছেড়েছিলেন।
সেদিক থেকে দলটির পছন্দের তালিকায় লিটলের পরেই আছেন মোস্তাফিজুর রহমান। ২০২৪ সালের নভেম্বরে নিলামে ‘ফিজ’ অবিক্রীত থেকে যান। আগের মৌসুমে চেন্নাই সুপার কিংসে (সিএসকে) খেলেছিলেন। ৯ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট।
আইপিএলে ভালো মৌসুম কাটালেও জাতীয় দল জার্সিতে মলিন পারফরম্যান্স ছিল নতুন বলে ও ডেথ-ওভারের বিশেষজ্ঞ পেসারের। চলতি আইপিএলে গুজরাটের হয়ে খেলার সম্ভাবনাও আছে ফিজেরও।
অভিজ্ঞ আরেক পেসার উমেশ যাদব দলটির সাবেক সদস্য, চলতি মৌসুমে তাকেও আবার দলে ফিরিয়ে আনা হতে পারে। তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এবং এই ফরম্যাটে বেশ অভিজ্ঞতা রয়েছে। গত মৌসুমে তিনি দলটির হয়ে সাত ম্যাচে ৮ উইকেট নিয়েছেন।
চলতি আইপিএলে রাবাদা গুজরাটের প্রথম দুই ম্যাচে খেলেছেন। পাঞ্জাব কিংসের কাছে হারের ম্যাচে ৪১ রান খরচায় নেন এক উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারাতে ৪২ রান দিয়ে নেন ১ উইকেট।