1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের বিপক্ষে ‘পূর্ণ শক্তি’র জিম্বাবুয়ে দলে কারা আছেন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
এবার দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরই মধ্যে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে।পূর্ণ শক্তির এই স্কোয়াডে চোট কাটিয়ে ফিরেছেন ব্যাটসম্যান শন উইলিয়ামস। ব্যক্তিগত ছুটি কাটিয়ে ফিরেছেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিনও।

এই দুই বড় তারকা ছাড়াও দুই বছর পর দলে ডাকা হয়েছে উইকেটকিপার-ব্যাটার তাফাদজাওয়া সিগাকে। পাশাপাশি ফিরেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাও। স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন ওয়েসলি মাধেভেরে। দলে একমাত্র নতুন মুখ লেগ-স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।
উইকেটকিপার ব্যাটসম্যান জয়লর্ড গাম্বি, তরুণ পেসার নিউম্যান ন্যামহুরি এবং টপ-অর্ডার ব্যাটার তাকুদজওয়ানাশে কাইতানো দলে জায়গা পাননি।২০২০ সালের পর এবারই প্রথম টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সেবার একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল সফরকারীরা। দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

দ্বিতীয় টেস্ট শুরু ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।জিম্বাবুয়ে টেস্ট দল

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাফাদজাওয়াও সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD