1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

স্ত্রী ডিভোর্স দেওয়ায় ২০ লিটার দুধ দিয়ে যুবকের গোসল

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

 

এবার স্ত্রীর সঙ্গে ডিভোর্সের পর ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন বরগুনার এক যুবক। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম মো. হেলাল ফকির (৩৮)। তিনি ছোনবুনিয়া গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে। দুপুরে নিজ বাড়িতে স্বজন ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে গোসল করেন তিনি।
ঘটনার পর বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
জানা গেছে, মো. হেলাল ফকির ১২ বছর আগে লিপি আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হেলালের অভিযোগ, সম্প্রতি তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে এক সন্তানকে রেখে নিজ বাড়িতে ফিরে যান।
হেলাল ফকির বলেন, পরিবারটা ভাঙতে দেবো না- এই আশায় স্ত্রীকে বুঝিয়েছি, সন্তানদের কথা বলেছি। কিন্তু শেষ পর্যন্ত সে ডিভোর্সের কাগজ পাঠায়।
তিনি আরও জানান, এক মাস আগে লিপি কাজীর মাধ্যমে ডিভোর্স লেটার পাঠান, যা তিনি গতকাল হাতে পেয়েছেন। এতে তিনি খুশি হয়ে স্ত্রীর পরকীয়ায় পাপ মোচন করতে দুধ দিয়ে গোসল করেছেন।
এদিকে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এলাকাজুড়ে শুরু হয় নানা আলোচনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD