টানা ৩ দিনের ছুটিতে কক্সবাজারে ভ্রমনপিপাসু মানুষদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সাথে যোগ হয়েছে বড় দিনের ছুটি অর্থাৎ তিন দিনের ছুটির কবলে দেশ।
বৃহস্পতিবার থেকে কক্সবাজারে পর্যটকদের চোখে পড়ারমতো উপস্থিতি লক্ষ্য করা গেছে। তিন দিনের ছুটির পেয়ে কক্সবাজারে দিকে ভিড়ছে ভ্রমন প্রেমিরা।
বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমনপিপাসুদের পদচারণায় মুখরিত। কক্সবাজারের বীচে লক্ষাধিক পর্যটকের ঢল লক্ষ্যনীয়।
এদিকে, পর্যটকে ঠাসা কক্সবাজারে হোটেল মোটেলের ৯০ শতাংশ বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন, হোটেল ম্যানেজাররা । পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য কাজ করছে ট্যুরিষ্ট পুলিশ ও কক্সবাজার জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্টেট ।