1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

সমালোচনার জবাব দিলেন সামিরা খান মাহি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ছোটপর্দায় জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি একটি মোটরসাইকেল কোম্পানির অনুষ্ঠানে খোলামেলা পোশাকে নাচের কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। আর অভিনেত্রীর নাচের বেশ কিছু ভিডিও ক্লিপ ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।
বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন সামিরা মাহি। তিনি দায় চাপিয়েছেন- যিনি ভিডিওটি প্রকাশ করেছেন তার ওপর। মাহি মনে করেন, তাকে ইচ্ছাকৃতভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় করতেই এই নাচের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে।

সামিরা খান মাহির ভাষ্য, ‘আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি। পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল কিন্তু সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছে, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত না।’

অভিনেত্রী আরও বলেন, ‘অনেকের কাছে মনে হয়েছে যে, আমি মনে হয় নাচের কস্টিউমের ভেতরে কিছুই পরিনি। কিন্তু তা না। নাচের কস্টিউমের ভেতরে আমি আরো দুইটা জামা পরেছিলাম। যেহেতু কস্টিউম একদম বডি ফিটিং সেজন্য হয়তো এমন লেগেছে।’

সবশেষে আক্ষেপ নিয়ে মাহি বলেন, ‘আমাদের তো নিজস্ব কস্টিউম ডিজাইনার বা মেকআপ আর্টিস্ট নেই। যে কারণে চাইলেও সবকিছু করতে পারি না। এছাড়া এই কস্টিউমটাও পেয়েছিল পারফরম্যান্সের মাত্র একদিন আগে। যে কারণে পরিবর্তন করারও সময় ছিল না।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD