1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

‘বিগ বস’ সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

অনেক দিন ধরেই চর্চা হচ্ছিল ‘দাদাগিরি’র পাশাপাশি ‘বিগ বস’ও সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন ভারতের প্রাক্তন এই ক্রিকেট তারকা। স্পষ্ট জানালেন, ‘দাদাগিরি’ এবং ‘বিগ বস’ দুটো রিয়েলিটি শো-ই সঞ্চালনা করবেন তিনি।

আনন্দবাজার অনলাইনকে সৌরভ গাঙ্গুলি বললেন, স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন তারা পুরো অনুষ্ঠান অন্যরকমভাবে পরিবেশন করতে চান, অর্থাৎ ‘দাদাগিরি’র ধরন বদলাতে চলেছে।

পাশাপাশি, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ও আনতে চান। তার সঞ্চালক হিসাবেও আমাকেই ভেবেছেন। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আমার খুবই ভালো লাগে। সেই জন্যই রাজি হয়ে গেলাম।

স্টার জলসার দু’টি শো-এর জন্য ‘মহারাজা’ রাজকীয় পারিশ্রমিক পেতে চলেছেন বলেই খবর। যা পশ্চিম বাংলার বিনোদন দুনিয়ার কোনও খ্যাতনামী এর আগে পাননি। এছাড়াও এই মুহূর্তে ৪৮টি বিজ্ঞাপনী বিপণির শুভেচ্ছাদূত সৌরভ।

বিজ্ঞাপনী দুনিয়ায় রাজত্ব করবেন, এমন ভাবনা কোনোদিনই ছিল না তার।

বিষয়টি নিয়ে তাই ভাবছেন না। পঞ্চাশ পূর্ণ করা প্রসঙ্গে তিনি বলেন, কাজের নেশায় কাজ করে যাচ্ছি। ভালো কাজ করার খিদে আমার মধ্যে এখনো প্রবল। ঈশ্বর সহায় থাকলে এটাও হয়তো পূর্ণ হয়ে যাবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD