সিলেটে ৩ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্টের সিরিজে হার এড়াতে হলে পরের টেস্টে জিততেই হবে বাংলাদেশকে। এমন গুরুত্বপূর্ণ হয়ে পড়া দ্বিতীয় টেস্টের জন্য দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন সংস্করণের স্বীকৃতি ক্রিকেটে সেঞ্চুরির ‘ফিফটি’ করা এনামুল হক বিজয়কে দলে ফিরিয়ে আনা হয়েছে।
২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হতে যাওয়া টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। এনামুলের অন্তর্ভুক্তিতে বাদ পড়েছেন জাকির হাসান। ৩২ বছর বয়সী এনামুল সবশেষ টেস্ট খেলেছিলেন ২০২২ সালে।
দলে পরিবর্তন আছে আরও একটি। পিএসএলে খেলতে যাবেন বলে দ্বিতীয় টেস্টের দলে রাখা হয়নি পেসার নাহিদ রানাকে। তাঁর জায়গায় নেওয়া হয়েছে টেস্ট অভিষেক প্রত্যাশী বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনীক, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।