যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে জনজীবন বিধস্ত হয়ে পড়েছে, শীতকালীন এই ঝড়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ২০ কোটি মানুষ ভোগান্তিতে পড়েছে ।
আর্কষিক এই ঝড়ের কারনে সমগ্র দেশে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। শরীরের উষ্ণতার জন্য মানুষ কাপড় পুড়িয়ে আগুনের তাপ নিচ্ছে ।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটিতে ১৫ লাখ মানুষ বিদুৎহীন পড়েছে। (National weather service) জানিয়েছে তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছে।
এদিকে, মাকিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, এই তুষারপাত শৈশবে দেখা তুষারপাত নয়, এটি ভয়াবহ তুষারপাত যা মানুষকে ভোগাবে।
রবিবার খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বৃহত্তর উৎসব বড় দিন। ক্রিসমাস ডে -তে উৎসব করাটা মার্কিনীদের জন্য কঠিন হয়ে যাবে। ফ্লোরিডায় ৩০ বছরের মধ্যে ক্রিসমাস ডেতে তুষারপাত দেখা যাচ্ছে।