মিরপুর টেস্টের চতুর্থ দিনে ভারতের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৬ উইকেট। ভারতকে জিততে হলে করতে হবে ১৪৫ রান। ভারতের সংগ্রহ তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান অর্থাৎ ভারতকে দ্বিতীয় টেস্ট জিততে হলে করতে হবে আরও ১০০ রান।
ভারত আগামীকাল চতুর্থ দিন ৪৫ রান নিয়ে আবার মাঠে নামবে। ভারতে আস্কার প্যাটেল ২৬ রান এবং উদকত যাদব ৬ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের পক্ষে মিরাজ নেন ৩ উইকেট এবং সাকিব নেন ১ টি উইকেট।
এর আগে সকালে ৭ রান নিয়ে তৃতীয় দিনের দ্বিতীয় ইংনিসে ব্যাটিং এ নামে বাংলাদেশ, দ্বিতীয় ইংনিসে বাংলাদেশ করে সবকটি উইকেট হারিয়ে ২৩১ রান। বাংলাদেশ পক্ষে লিটন দাস ৭৩ এবং সোহান ৩১ রান করেন এছাড়াও, তাসকিন করেন অপরাজিত ২৯ রান।
ভারতের পক্ষে আস্কার প্যাটেল নেন সর্বোচ্চ ৩ উইকেট।