রোববার (৪ মে) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করে সংগঠনটি।
সংগঠনটির নেতারা বলেন, অধিকাংশ দুর্ঘটনার জন্য অটোরিকশা দায়ী। শুধু দুর্ঘটনা নয়, সড়কে যানজটেরও বড় কারণ এসব যান। শেখ হাসিনা এসব অটোরিকশার অবাধ চলাচলের সুযোগ করে দিয়ে পরিস্থিতি খারাপ করেছে।
নেতাদের দাবি, হাসিনার দোসররা অটোরিকশা বন্ধ চান না। তাই ৫ আগস্টের পর শহরে অটোরিকশা তিন গুণ বৃদ্ধি পেয়েছে।
অতি দ্রুত অটোরিকশা বন্ধ করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দাবি করে তারা আরও বলেন, একইসঙ্গে অটো চালকদের পুনর্বাসন করতে হবে। সাত দিনের মধ্যে সুরাহা না হলে শিক্ষার্থীরা অটোরিকশা বন্ধে কঠোর কর্মসূচি দেবে বলেও হুঁশিয়ারি দেন তারা।