পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির নির্বাচক প্রধান হয়েছেন শহীদ আফ্রিদি। শহীদ আফ্রিদির সাথে সহকারী নির্বাচক হিসেবে থাকবেন পাকিস্তানের এক সময়ের লড়াকু অলরাউন্ডার আব্দুর রাজ্জাক ও রাও ইফতেখার। এই তিনজন পালন করবেন পিসিবির নির্বাচকের দায়িত্ব।
রমিজ রাজাকে সরিয়ে পিসিবির প্রেসিডেন্ট করা হয়েছে নিজাম শেঠিকে।
পাকিস্তানের ক্রিকেট বোর্ড শহীদ আফ্রিদিকে নির্বাচক প্রধান করায় পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন আফ্রিদি।
পাকিস্তানের সাবেক বিগ হার্টহিটার ব্যাটসম্যান কাম স্পিন বোলার আফ্রিদি পিসিবিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ব্যক্ত করেন।
আসন্ন নিউজিল্যান্ড সফর দিয়ে পিসিবির দায়িত্ব পালন শুরু করবেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।