মিরপুর টেস্ট রোমান্স ছড়িয়ে নাটকীয়তা মোড় নিচ্ছে, কোন দল জিতবে এই দ্বিতীয় টেস্ট তা এখন হলফ করে বলা যাচ্ছে না।
জয়ের পাল্লা ধীরে ধীরে বাংলাদেশেরদিকে ভারী হচ্ছে যদিও ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। ভারত ৪৫ রানে ইতিমধ্যে ৪ উইকেট হারিয়েছে, ভারতের জয়ের জন্য দরকার ১০০ রান, ইতিহাস সৃষ্টি করে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জিততে হলে সাকিব বাহিনীর দরকার ৬ উইকেট।
শেষ বিকালে মিরাজের জাদুকরী বোলিং এ ছন্নছাড়া বিরাট কোহেলিদের ব্যাটিং লাইন আপ । আগামীকাল টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশি বোলাররা দ্রুত ভারতীয় ব্যাটসম্যানদের আউট করতে পারলে মিরপুর টেস্টে বাজিমাত করতে পারবে বাংলাদেশ।