শুটিং সেটের মেকাপ রুম থেকে ভারতীয় অভিনেত্রী তুনিশার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) শুটিং চলাকালীন ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মেকাপের লোকজন।
তুনিশার মরদেহ ভারতের বাওয়াড়ি হাসপাতালে রাখা হয়েছে ময়নাতদন্তের জন্য। কোলকাতার আনন্দ বাজার পত্রিকা এমনটি জানিয়েছে।
তুনিশা ভারতীয় সিনেমা ‘বারবার, দবাং-৩, কহানি-২ তে ক্যাটরিনার সাথে অভিনয় করেন।
তুনিশার মৃত্যুতে বি- টাউন ইন্ড্রাসটিতে শোকের ছায়া নেমে এসছে।