ভারতের বিপক্ষে টেস্ট জেতা হল না বাংলাদেশের। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজে দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে ৩ উইকেটে হারলো বাংলাদেশ।
দ্বিতীয় ইংনিসে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৪৫ রান, ভারত টেস্টের চতুর্থ দিনের প্রথম ইংনিসে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ভারত পক্ষে রবিচন্দ অশ্বিন ৪২ রান এবং শ্রেয়াস করেন ২৯ রান।
সকালের প্রথম সেশনে ভারতকে চেপে ধরে বাংলাদেশের বোলাররা। চতুর্থ দিনে ৪৫ রান নিয়ে ব্যাট করতে নামে ভারত, দিনের শুরুতে উদোকাটকে ফেরান সাকিব এরপর মিরাজের বোলিং ঘূর্ণিতে আউট হয় প্যাটেল ও পন্ত।
ম্যাচে ৭ উইকেট হারিয়ে তখন রীতিমতো কাঁপছিল ভারত দল কিন্ত শ্রেয়াস ও অশ্বিনের অসাধারণ ব্যাটিং দৃড়তায় নিভতে যাওয়া আশার আলো দপ করে জ্বলে উঠলো ভারত শিবিরে, শেষ পর্যন্ত বাংলাদেশি খেলোয়াড়ার ও দর্শকদের হতাশ করে জয় কেড় নেয় ভারত।
২ ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে সিরিজ জিতে নিল ভারত।