‘সোনার চর’ ছবির শুটিং নিয়ে ফের এক হলেন ওমর সানি, মৌসুমী ও জায়েদ খান। পিরোজপুরে বেশ কয়েক দিন শুটিং করলেন জায়েদ খান ও সানি- মৌসুমী দম্পতি।
জাহিদ শিকদারের পরিচালনায় ছবিটি নির্মিত হচ্ছে, ছবির শুটিং প্রায় শেষের দিকে।
ছবিটিতে চিত্র নায়িকা মৌসুমি অভিনয় করছেন গ্রামীন মেয়ের চরিত্রে এবং ওমর সানি কথা বলতে না পারা এক গ্রামীন লোকের চরিত্রে অভিনয় করেন।
সোমার চর ছবিতে জায়েদ খান অভিনয় করেন ফেরারী আসামীর ভূমিকায়। জায়েদ খান চর অঞ্চলের উপজীব্য মানুষের চরিত্রের মাধ্যমে অভিনয়ের ক্যারিশমা তুলে ধরেন।
সোনার চর ছবিতে জায়েদ বীর মুক্তিযোদ্ধা চরিত্রে অভিনয় করেন এবং মুক্তিযোদ্ধা হয়েও ফেরারী আসামী রুপে দেখা যায় তাকে। চর অঞ্চলের নদীর কাছে ছন্নছাড়া জীবনে উদাসমনা চরিত্র অভিনয় করেন জায়েদ।
উল্লেখ্য, এর আগে ‘সোনার চর’ সিনেমাকে ঘিরে জায়েদ -মৌসুমীকে নিয়ে মিডিয়ায় পাড়ায় অনেক গুন্জন চাউর হয়, এক পর্যায়ে জায়েদ – সানি একে অপরকে হুমকি ধামকিও দিয়েছেন।