মিরপুর টেস্টে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও হারতে হল সাকিবের বাহিনিকে কিন্তু শেষ অবধি শেষ হইয়াও হইলো না শেষ, অধরাই রয়ে গেল ভারতের বিপক্ষে টেস্ট জয়।
সাকিব সংবাদ সম্মেলনে বলেন, ম্যাচটি এক রকম হাত থেকে ফোঁসকে গেল। সাকিবের আক্ষেপ ৭ উইকেট হারিয়ে যখন ম্যাচ থেকে ছিটকে গেল ভারত, তখন জয়ের হাতছানি দিচ্ছিল বাংলাদেশের কিন্তু শ্রেয়াশ- অশ্বিনের অপরাজিত জুটি আশাভঙ্গ করে টিম টাইগার্সদের।
শ্রেয়াস – অশ্বিনের জুটি ভাঙ্গতে পারলে জয়ের সম্ভাবনা আরও জাগ্রত হতো কিন্তু ক্ষনে ক্ষনে পিচের রুপ বদলানো ম্যাচ পেন্ডুলামেরমতো ভারতের দিকে দুলতে থাকে তখনই কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ, জয় পায় ভারত।