1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ

ভাতিজার খোঁজ পেলেন পেসার রুবেল

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

যদিও ভিন্ন কারণে আলোচনায় চলে এসেছিলেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। তার বড় ভাইয়ের ছেলে তামিম হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বুধবার সন্ধ্যা থেকে। প্রায় এক দিন পর হারানো ভাতিজার সন্ধান পেলেন রুবেল।

বিষয়টা তিনিই নিশ্চিত করেছেন। নিজের ফেসবুকে তিনি জানান, ‘আমাদের পরিবারের জন্য স্বস্তির সংবাদ। সকলের সহযোগিতার কারণে আমার বড় ভাইয়ের ছেলে তামিম হোসেনকে খুঁজে পাওয়া গিয়েছে। আমার কঠিন সময়ে পাশে থাকার জন্য বাগেরহাট প্রশাসন, আমার দীর্ঘদিনের খেলার মাঠের সতীর্থ এবং গণমাধ্যম কর্মীদের বিশেষ ধন্যবাদ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন।’

পেসার রুবেল হোসেন বাংলাদেশের হয়ে প্রথম খেলেছিলেন ২০০৯ সালের জানুয়ারিতে। এরপর প্রায় ১ যুগ দেশের হয়ে খেলেছেন তিনি। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারী তিনি।

১০৪ ওয়ানডেতে তিনি ১২৯ উইকেট নিয়েছেন। টেস্টে ২৭ ম্যাচে ৩৬ উইকেট তার। টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে তিনি সবশেষ খেলেছিলেন ২০২১ সালের এপ্রিলে, নিউজিল্যান্ডের বিপক্ষে।

এরপর থেকে তিনি আর বাংলাদেশের হয়ে ম্যাচ খেলতে পারেননি। অবশ্য তিনি এখন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন। সবশেষ বিপিএলে তিনি খেলেছেন খুলনা টাইগার্সের হয়ে, যদিও ম্যাচ পেয়েছেন মোটে একটি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD