1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হাফ ভাড়া বিতর্কে বাসের হেলপারের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে মহাসড়কের মাস্টার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি ও স্থানীয়রা বাসিন্দারা জানান, গাজীপুর চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহন বাসে মাস্টার বাড়ি আসার সময়ে তাকওয়া পরিবহনের হেলপারকে হাফবাড়া দিতে চাইলে তাকওয়া পরিবহনের হেল্পারের সাথে হাফ বাড়া নিয়ে সিয়ামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিয়ামকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায় এবং পিছনে থেকে অজ্ঞাতনামা গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়।

জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান পিপিএম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, সদর থানার এস আই আবুল কাশেম ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। তাকওয়া পরিবহনের বাসটি আটক কর হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটক করার চেষ্টা করছি।

এ বিষয়ে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD