বহুল প্রত্যাশিত স্বপ্নের মেট্রোরেলের যাত্রা শুরু হচ্ছে ২৮ ডিসেম্বর। মেট্রোরেল চালুর মাধ্যমে ঢাকাবাসী যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছে। মেট্রোরেলের সম্পূর্ণ কাজ শেষ হওয়ায় আমজনতার মনে স্বস্তি মিলবে কারন, তীব্র যানজটে প্রতিনিয়ত নাকাল হতে হয় নগরবাসীকে।
মেট্রোরেলের সড়কের বাতিগুলো জ্বলে জ্বল করে জ্বলছে এবং সড়কের নিচে ফুলের গাছসহ অন্যান্য প্রজাতির গাছ লাগানো হয়েছে।
মেট্রোরেল প্রথম যাত্রা শুরু করবে উত্তরা থেকে আগারগাও পর্যন্ত, এরপর ১৫ দিন মেট্রোরেলের চলাচল পরিস্থিতি পর্যবেক্ষন করে বাদবাকি স্টেশনগুলো চালু করা হবে।
সকাল ৮টা থেকে বেলা ১২ টা পর্যন্ত প্রাথমিক অবস্হায় চলবে মেট্রোরেল, সাপ্তাহিক ছুটি থাকবে মঙ্গলবার। মেট্রোরেলের দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এমনটি জানিয়েছে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে মেট্রোরেল উদ্ধোবধন করবেন। প্রধানমন্ত্রী উত্তরা থেকে মেট্রোরেলের টিকিট কেটে আগারগাও আসবেন।
উত্তরা থেকে আগারগাও পর্যন্ত ভাড়া নির্ধারন করা হয়েছে ৬০ টাকা, মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। প্রতি দুই স্টেশন পর ১০ টাকা করে ভাড়া যোগ হবে। তাছাড়া, মেট্রোরেলে চড়তে হলে ২০০ টাকা দিয়ে ১০ বছরের স্হায়ী পাস নিত হবে ।
বর্তমানে ১২ টি ট্রেন সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুুত রয়েছে।