আগামী পহেলা জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আর্ন্তজাতিক বানিজ্য মেলা। বানিজ্য মেলা অনুষ্ঠিত হবে পূর্বান্চলের বাংলাদেশ চীন-মন্ত্রী এক্সীবিশন সেন্টার ( বিবিসিএফইসি) তে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা জানুয়ারি সকাল ১০ টায় ২০২৩ সালের ঢাকা আর্ন্তজাতিক বানিজ্য মেলার উদ্বোধন করবেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
বরাবরের মতোই বানিজ্য মেলায় দেশী-বিদেশী স্টল অংশগ্রহন করবে।
২০২০ ও ২০২১ সালে করোনা মহামারীর কারনে বানিজ্য মেলা না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা, করোনা মহামারী ধাক্কা সামলিয়ে এবার জমজমাট ব্যবসার প্রত্যাশা করছেন তারা।
উল্লেখ্য, পূর্বে ঢাকার শেরেবাংলা নগরের প্রতিবছর বানিজ্য মেলার অস্হায়ী কেন্দ্র ছিল, এরপর পূর্বান্চলে বানিজ্য মেলার স্হায়ী কেন্দ্র করা হয়।