অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্নের নামে বছরের সেরা ক্রিকেটারকে পুরস্কার দেওয়া হবে , এর আগে প্রতিবছর অস্ট্রেলিয়ার কিংবদন্তি খেলোয়াড় অ্যালান বর্ডারের নামে বছরের সেরা ক্রিকেটারের পুরস্কারের দিয়ে আসছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। মেলবোর্নে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যেকার বক্সিং ডে টেস্টের পুরস্কার মধ্যে দিয়ে এই নিয়ম শুরু হবে।
অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রধান হক এসব তথ্য জানিয়েছেন।
শেনওয়ার্ন মেলবোর্ন তার ক্যারিয়ার সেরা ৭০০ উইকেট পূর্ন করেন, সর্বমোট টেস্ট ক্রিকেটে ৭০৮ উইকেট শিকার করেন ওয়ার্ন ।
২০২২ সালে থাইল্যান্ডে মৃত্যু বরন করেন অস্ট্রেলিয়ার সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার।