টালিউডের ড্রিমগ্যাল খ্যাত নায়িকা শ্রাবন্তী চট্রোপাধ্যায় সিনেমার চেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় আলোচনায় সমালোচনায় থাকেন।
শ্রাবন্তী ও রৌশান সিং এর দাম্পত্য জীবনের অবসান হলেও এখনও আইনত বিবাহ বিচ্ছেদ হয়নি তাদের , যদিও দুজন আলাদা থাকছেন।
স্বামী রোশান সিং শ্রাবন্তীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ ঠুকে দিয়েছে কলকাতার আলীপুর আদালতে।
কলকাতার আলীপুর আদালতে কয়েকবার শ্রাবন্তী- রৌশান সিং এর মামলার শুনানি হলও মামলা এখনও নিষ্পত্তি হয়নি। আগামী ৯ ফেব্রুয়ারী রৌশানের করা মামলার শুনানিতে আদালতে হাজির হতে হবে এই অভিনেত্রীকে।
লোকমুখে চাউর হচ্ছে শ্রাবন্তী নতুন প্রেমে মজেছন এমনকি কলকাতায় নিজের বাড়িতে নতুন প্রেমিক অভিরুপ নাগের সাথে বসবাস করেছে।