শুটিং সেটের মেকাপ রুমে ভারতীয় সিরিয়ালের অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু রহস্য এখও উদঘাটিত হয়নি, তুনিশার মৃত্যুর পিছনে প্রেমিক শেজান জড়িত আছেন বলে অভিযাগ করেছে তুনিশার মা বনিতা শর্মা। তুনিশার মৃত্যুর সন্দেহের তীর প্রেমিক শেজানের দিকে ।
এদিকে, তুনিশার মৃত্যু ঘটনায় প্রেমিক শেজানকে গ্রেফতার করেছে পুলিশ।
তুনিশার মা বনিতা শর্মা বলেন, বেশ কয়েক বছর তুনিশা শেজানের প্রেমের সম্পর্ক ছিল এবং গত ৪ মাস শেজান তুনিশা শারীরিক সম্পর্কে জড়িয়ে ছিল। শেজান তুনিশাকে বিয়ে করবে বলে প্রতিঙ্গা করেছিল কিন্তু শেজান অন্য মেয়ের সাথে প্রেমে হাবুডুবু খাচ্ছিল। শেজান প্রতিঙ্গাবঙ্গ করেছে এই কারনে তুনিশা আত্মহত্যা করেছে । তুনিশার মা শেজানের শাস্তি দাবি করছে