পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লাথি মেরে আজীবন নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের বডি বিল্ডার জাহিদ হাসান শুভ।
২৩ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল বডি বিল্ডার ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার পেয়ে তাতে লাথি মারে শুভ।
জাহিদ হাসান শুভ দাবি করেন, আমি বডি বিল্ডার প্রতিযোগীতায় প্রথম হয়েছি মনে হচ্ছে কিন্তু বিচারকরা দুর্নীতি করে আমাকে দ্বিতীয় করে।
প্রতিযোগীতায় দ্বিতীয় করায় তেলে বেগুনে জ্বলে উঠে পুরস্কারে লাথি মারেন দেশের এই বডি বিল্ডার। শুভ আরও বলেন, আমি পুরস্কারে লাথি মারিনি আমি বিচারকদের দূর্নীতিতে লাথি মেরেছি।
এদিকে, ২৫ ডিসেম্বর জাহিদ হাসান শুভকে আচরন ভঙ্গের ও অখেলোয়াড় সুলভ বাজে আচরনের জন্য আজীবন নিষিদ্ধ করেছে বাংলাদেশ বডি বিল্ডার ফেডারেশেন, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটি জানানো হয়েছে।
আজীবন নিষিদ্ধ হওয়ায় আর কোন ইভেন্টে অংশ নিতে পারবেন না শুভ।