বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। ২৬ ডিসেম্বর (সোমবার) প্রধান মন্ত্রীর বাসভবন গনভবনে এই সিদ্ধান্ত হয়।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, সম্পাদক ও সাধারণ সম্পাদক পদ দুটি, একটি পদ দেওয়া হয়েছে দেশ সেরা এই সাবেক পেসারকে।
বাংলাদেশে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফির নেতৃত্ব বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রপিতে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে । তাছাড়া, মাশরাফি বিন মোর্ত্তজাকে দেশের সফল অধিনায়কও বলা হয়।