দীর্ঘ আট বছর পর চিরচেনা অভিনয় জগতে ফিরলেন আফসানা সোহানা বিন্দু।
মিজানুর রহমান রায়হানের চরকি ‘উনিশ-২০’ সিনেমা মাধ্যমে অভিনয় ফিরলেন হারিয়ে যাওয়া বিন্দু।
ছবিতে বিন্দুর নায়ক আরেফিন শুভ। এই ছবিতে বিন্দুকে দেখা যাবে কর্পোরেট লেবেলের অভিনয় করতে।
ঢাকার বিভিন্ন লোকেশনে হচ্ছে চরকি সিনেমার শুটিং। বিন্দু বলেন, দীর্ঘ আট বছর পর ক্যামেরার সামনে এসে নিজেকে সদ্যজাত শিশুরমতো লাগছে।
বেশ কয়েক বছর আড়ালে ছিলেন এক সময়ের হালের এই অভিনেত্রী। ২০১৪ সালে সর্বশেষ অভিনয় করেন বিন্দু।