1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শুক্রবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

রোনালদোকে গাড়ির উপহার দিলেন জর্জিনা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

ক্রিষ্টিয়ানা রোনালদো বর্তমান সময়ের বিস্মিত ফুটবলারের নাম।  সদ্য কাতার বিশ্বকাপ মাতিয়েছেন তিনি। পর্তুগাল কাতার বিশ্বকাপে  কোয়ার্টার ফাইনালে মরক্কোর সাথে হেরে টূর্নামেন্ট থেকে ছিটকে যায়,  পায়নি  আশাতীত সাফল্য । ক্রিষ্টিয়ানা রোনালদো বিশ্বকাপ পরবর্তী অবসর সময় পার করছেন। বিশ্বকাপের আগে ম্যানচেষ্টার ইউনাইটেডের সাথে  চুক্তি বাতিল করনে তিনি।

 

ক্রিসমাস ডে-তে সি আর সেভন খ্যাত এই ফুটবলার স্পেশাল উপহার পেয়েছেন  বান্ধবীর কাছ  থেকে ।  ক্রিষ্টিয়ানার বান্ধবী জর্জিনা ক্রিসমাস ডে তে রোনালদোকে ৩ কোটি ১৯ লাখ টাকার রোলস রয়েলস গাড়ি উপহার দিয়েছেন।

বান্ধবীর কাছ থেকে বড়দিনের উপহার পেয়ে বেশ পুলকিত রোনালদো।

 

বান্ধবী জর্জিনা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন, ভিডিওতে দেখা যায় রোনালদো তার মেয়েকে নিয়ে  আনন্দ প্রকাশ করতে এবং বড়দিন পরিবারের সাথে সেলিব্রেট করছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD