সোমবার (১৯ মে) বিকেলে পিএসসি সংস্কার আন্দোলনের দপ্তর সংগঠক আওরঙ্গজেবের সই করা এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
যদিও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ মে দেশের বিভিন্ন নিয়োগকারী সংস্থা ও প্রতিষ্ঠান একযোগে ২৩টি চাকরির পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এতে দেশের লক্ষাধিক চাকরিপ্রার্থী মারাত্মক সংকটে পড়েছেন। চাকরিপ্রার্থীরা এখন বিভ্রান্ত ও হতাশ। তারা কোন পরীক্ষায় অংশ নেবেন, আর কোনটি বেছে নিতে হবে; তা নিয়ে মানসিক চাপের মধ্যে রয়েছেন।