আগামীকাল ২৮ ডিসেম্বর বুধবার চালু হচ্ছে মেট্রোরেল চলাচল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১ টায় উত্তরা থেকে আগারগাঁও এর মেট্রোরেল উদ্বোধন করবেন।
দেশের প্রথম মেট্রোরেলের চালক হলেন মরিয়ম আফিজা। উদ্বোধনী দিনে তিনি মেট্রোরেলের প্রথম অপারেটর হিসেবে মেট্রোরেল অপারেট করবেন।
মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। এরপর চট্টগ্রামের রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দু মাসের ট্রেনিং প্রশিক্ষন সম্পন্ন করেন। ঢাকায় এসে ফের চারমাস মেট্রোরেলের ট্রেনিং সম্পন্ন করেন ।
ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছে।
মেট্রোরেলে মোট ৬ জন মহিলা চালক থাকবে এবং তাদেরকে ইতিমধ্যে সুপ্রশিক্ষিত করে গড়ে তোলা হয়েছে।
মেট্রোরেল চলবে সকাল ৮ থেকে ১২ টা পযন্ত ।