অবশেষে স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
আজ বুধবার ( ২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় মেট্রোরেল উদ্বোধন করেন তিনি।
সকালে উত্তরার দিয়াবাড়ি থেক টিকিট কেটে মেট্রোরেলযোগে আগারগাঁও এ আসেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে শেখ রেহানাও টিকেট কেটে মেট্রোরেলে চড়েন।
এর আগে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের এর প্ল্যাটফর্মে একটি তেঁতুল গাছ রোপন করেন প্রধানমন্ত্রী এবং উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেল জনগনের যাতায়াত জন্য তৈরী করা হয়েছে, প্রচুর টাকা খরচ করে মেট্রোরেল তৈরি করা হয়েছে এটি জনগন সংরক্ষণ করবে । পরে ২০০ টাকায় ১০ বছরের পাস নিয়ে টিকিট কাটেন তিন। উত্তরা থেকে মাত্র ১০ মিনিটে মেট্রোরেলযোগে আগারগাঁও এসে পৌঁছান তিনি।
মেট্রোরেলে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন ২০০ জন দেশবিদেশী গণ্যমান্য লোক।
মেট্রোরেল ঘন্টায় ১১০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। বিদুৎ চালিত এই মেট্রোরেল বিদুৎ চলে গেলে ব্যাকআপ ব্যাটারীতে চলতে সক্ষম।
মেট্রোরেলে মোট চালক থাকবে ৩০ জন এর মধ্যে পুরুষ চালক ২৪ জন এবং মহিলা চালক হচ্ছে ৬ জন।