বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদ থেকে সরে দাঁড়ালেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার ( ২৭ ডিসেম্বর) রাতে বিসিবির কাছে মেইলের মাধ্যম পদত্যাগপত্র পাঠান তিনি। বিসিবির মিডিয়া পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস এমনটি জানিয়েছেন।
২০১৯ সালের আগষ্ট মাসে বাংলাদেশ দলের কোচ হয়ে আসেন দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডমিঙ্গো, তখন ডমিঙ্গোর সাথে ২ বছরের চুক্তি করে বিসিবি, এরপর ২০২১ সালে পুনরায় বিসিবির সাথে চুক্তিবদ্ধ হয় ডমিঙ্গো , চুক্তিতে বলবৎ ছিল ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের কোচের দায়িত্ব থাকবেন তিনি , কিন্তু হঠাৎ পদত্যাগ করায় কোচহীন হয়ে পড়লো সাকিব লিটনরা।