দেশের জনপ্রিয় সংগীত শিল্পী আঁখি আলমগীর পরকীয়া বিষয়ে নিজের ফেসবুকে ভেরিফাইড একাউন্টে নিজের ব্যাক্তিগত অভিমত প্রকাশ করেছেন।
আঁখি আলমগীর ফেসবুকে লিখেন, কে কয়টা প্রেম করছে, কে কয়টা বিয়ে করলো, কার স্বামী কয়টা, কে কার সাথে ভেগে গেল এসব বিষয়ে যারা মাথা ঘামায় তারা নিচু মনমানসিকতার পরিচয় দিচ্ছে বলে তিনি স্ট্যাটাসে তুলে ধরেন।
আঁখি আলমগীর আরও লেখেন, কে কি করলো সে দিকে তাকিয়ে নিজের চরকায় তেল দিন। ফেসবুকে অনেকে অন্যকে উদ্দেশ্য করে অনেক কিছু লেখেন । আঁখির মতে, কাউকে ইঙ্গিত করে কিছু না লিখে সরাসরি এভয়েড করে চলা মঙ্গল বা ফেসবুক থেকে তাকে ফলো না করা তিনি মনে করেন।
সংগীত শিল্পী আঁখি আলমগীরের ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয় এবং সংগীত অঙ্গনের অনেকে আঁখি আলমগীরের স্ট্যাটাসের মিশ্র প্রতিক্রিয়াব্যাক্ত করেন।