মেট্রোরেলের প্রথম যাত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেল উদ্বোধনের করে উত্তরা থেকে মেট্রোরেলে চড়ে প্রধানমন্ত্রী আগারগাঁও এসে পৌঁছান। এই সময় মেট্রোরেল চালক ছিলেন মরিয়ম আফিজা।
মরিয়ম আফিজা সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়াব্যক্ত করেন, তিনি বলেন , আমরা মেট্রোরেলের মাধ্যমে ডিজিটাল ট্রান্সপোটের প্লাটফর্মের যুগে প্রবেশ করেছি। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে গর্ববোধ করছি। তিনি আরও বলেন, নারীদের জন্য এখন কোন বাঁধা অজেয় নয়, নারীরা বিমানের পাইলট থেকে শুরু করে জাহাজের ক্যাপ্টেন পর্যন্ত হচ্ছে ।
মরিয়ম আফিজা প্রধানমন্তী শেখ হাসিনা ও শেখ রেহানার সাথে ফটোসেশনে অংশ গ্রহন করেন ।