বিদ্যা সিনহা মীম বর্তমানে সময়ের আলোচিত অভিনেত্রী। সময় উপযোগী অভিনয় করে ইতিমধ্যে দর্শকদের হৃদয়ে স্হান করে নিয়েছেন এই অভিনেত্রী।
বর্তমানে শুটিং এ সুপার সময় পার করছেন তিনি। মিমের ‘পরান ‘ছবি দর্শক সাদরে গ্রহন করেছে এবং লোকমুখে সিনেমার প্রশংসা কুড়িয়েছেন তিনি।
ক্রসকানেকশনের খবর হচ্ছে, আগামী ৪ জানুয়ারি মীমের প্রথম বিবাহ বার্ষিকী। প্রথম বিবাহ বার্ষিকী ঘটা করে দুবাইতে সেলিব্রেট করবেন মীম -সনি দম্পতি। মীমের স্বামী সনি পোদ্দার একজন ব্যাক কর্মকতা।
বিবাহ বার্ষিকী উদযাপন করতে ২৯ ডিসেম্বর দুবায়ের উদ্দেশ্যে রওয়ানা দিবেন মীম।
বিবাহ বার্ষিকী উদযাপন শেষে ৮ জানুয়ারি দেশে ফিরেবেন এই নায়িকা।