আগামী ১ জানুয়ারি সারাদেশে উদযাপন করা হবে বই উৎসব। বই উৎসবে দেশের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হবে। সঠিক ও নির্ধারিত সময়ে শিক্ষাথীদের মাঝে বই পৌঁছে দেওয়ার জন্য এই উৎসবের আয়োজন করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রনালয় প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়, শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো দেশের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে ১ জানুয়ারী পাঠ্যপুস্তক উৎসব দিবস পালনের দিকনির্দেশনা দিয়েছে।
শিক্ষা ও জনসংযোগ কর্মকতা এম এ খায়ের বলেন, মাধ্যমিকের কেন্দ্রীয় বই উৎসব হবে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন বলেন, প্রাথমিকের বই উৎসব হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি) কেন্দ্রীয় মাঠ থেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগের দিন ৩১ ডিসেম্বর সকাল ১০ টায় নিজ কার্যালয়ে বই দিবসের উদ্ধোধন করবেন। প্রধানমন্ত্রী প্রতিটি শ্রেনী পেশার মানুষের শিক্ষার্থীকে এক সেট বই উপহার দিবেন।
এনসিটিবির চেয়ারম্যান ফরহাদুল ইসলাম বলেন, প্রতিটি জেলার এমপি ও মন্ত্রীদের আকর্ষনীয় করে বই দিবসের উৎসব করার জন্য নিদর্শনা দেওয়া হয়েছে ।
এবার প্রাথমিকে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার এবং মাধ্যমিকে ৩৪ কোটি বই ছাপানো হয়েছে।
করোনা মহামারীর কারনে ২০২১ ও ২০২২ সালে বই উৎসব না হওয়ায় ২০২৩ সালের বই উৎসব আনন্দগন পরিবেশের অনুষ্ঠিত হবে।