ছোট পর্দার অভিনেত্রী জাকিয়া বারি মম’র ফের বিবাহ বিচ্ছেদ হয়েছে। ২৮ ডিসেম্বর ( বুধবার) মম নিজের বিবাহ বিচ্ছেদের খবর গণমাধ্যমকে জানান।
২০১৫ সালে নির্মাতা শাহীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মম।মম’র ছিল এটি তৃতীয় বিয়ে। ২০১৯ সালে চতুর্থ বিয়ে বার্ষিকীতে নিজেদের বিবাহের খবর প্রকাশ্যে আনেন মিম- শাহীন দম্পতি। ২০২০ সালে ডিভোর্স হয় মম’র।
এর আগে ২০১০ সালে নির্মাতা এজাজ মুন্নাকে বিয়ে করেন মম সেই বিয়েও বেশী দিন স্হায়ী হয়নি পরে দুজনের মধ্যে ডিভোর্স হয়।
এরপর হাবিব নামে একজনকে বিয়ে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী।