বাংলাদেশ জাতীয় চলচ্চিত্রের সাধারণ সম্পাদক নিপুন আক্তার। বর্তমানে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এবার ওয়েব সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নিপু। ওয়েব সিনেমার নাম ‘অপলাপ ‘ এতে নিপুণের বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষন।
ওয়েব সিনেমাটি হচ্ছে ফ্যামি-ক্রাইম ধাঁচের। ছবিটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না।
ওয়েব সিনেমাটি নির্মিত হবে ওটিটি প্ল্যাটফর্মে। এরমধ্যে মধ্যে মুক্তি পেয়েছে নিপুনের’ ভাগ্য’ সিনেমার ট্রেলার।
নিপুণ বলেন, বেশ কয়েকটি সিনেমা নিয়ে কাজ করছি এবং আরও অনেক ছবিতে কাজ করা নিয়ে কথা হচ্ছে, সময় হলে সব জানতে পারবেন।